| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল “বিয়ে ও উত্তরাধিকার বিষয়ে ইসলামের নির্দেশনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


“বিয়ে ও উত্তরাধিকার বিষয়ে ইসলামের নির্দেশনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


রহমত নিউজ     28 December, 2024     06:49 PM    


খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে "বিয়ে ও উত্তরাধিকার বিষয়ে ইসলামের নির্দেশনা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে বক্তারা বলেন, ইসলামি রীতি অনুযায়ী বিয়েই আদর্শ পরিবার গঠনের প্রথম পদক্ষেপ। উত্তরাধিকার সম্পত্তির সুষম বন্টনে ইসলামের বিধান অপরিহার্য। বর্তমান সমাজে ইসলামের পারিবারিক বিধান মেনে না চলার কারণে উত্তরাধিকার সম্পতি নিয়ে সর্বত্র অশান্তি বিরাজ করছে।

"উত্তরাধিকার বিষয়ে ইসলামের নির্দেশনা" শিরোনামে প্রধান আলোচকের বক্তব্যে মুফতী জহিরুল ইসলাম সিরাজী বলেন, ইসলামী সমাজ বাস্তবায়ন না হওয়ার কারনে মীরাস তথা উত্তরাধিকার সম্পদের সুষ্ঠু বন্টন হচ্ছে না। ফলে পরিবারের কেউ জুলুমের শিকার হচ্ছে এবং কেউ জালিমের অপরাধে অপরাধী হচ্ছে। সবচেয়ে বৈষম্যের শিকার হচ্ছে নারীরা। কুরআনের বিধান বাস্তবায়নের জন্য অবশ্যই যার যার অবস্থান থেকে বোনের হক, ফুফুর হক আদায় করতে হবে।

ইসলামের দৃষ্টিতে বিয়ে বিষয়ে নির্দেশনা বিষয়ক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মাহবুবুর রহমান বলেন, আল্লাহ তায়ালা বিয়ের মাধ্যমে সুপরিকল্পিতভাবে নারী-পুরুষের মধ্যে বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। অথচ বর্তমান বিশ্বে দেশে দেশে বিয়ের নূন্যতম বয়স নির্ধারণ ও গুনাহের সরঞ্জাম অবারিত করে যুবক-যুবতীদের নৈতিক স্খলন ত্বরাণ্বিত করছে। যুবসমাজের চরিত্র রক্ষার্থে আল্লাহ প্রদত্ত বিধান বিয়েকে সহজ করতে সর্বমহলে কাজ করতে হবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগর সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সহ-সভাপতি হাফেজ আতাউল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর প্রচার সম্পাদক আব্দুল কাদির জিলানী, মুহাম্মদ সাদ, মুজাম্মেল হোসেন প্রমুখ।